টলিউডবিনোদন

নিজামুদ্দিন কান্ডে ক্ষোভপ্রকাশ করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: সারাবিশ্বে এখন আতঙ্কের একটাই নাম করোনা। চিনের ইউহান থেকে সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এই মারনব্যাধি। পৃথিবীর সিংহভাগ দেশেই রাজ জমিয়ে মহামারীর আকার ধারন করেছে কোভিড-১৯ করোনা ভাইরাস। ইতালি সহ স্পেন, ফ্রান্স ধুঁকছে ভাইরাসের প্রকোপে, ভেঙ্গে গিয়েছে ব্রিটেনের স্বাস্থ্যব্যবস্থা। সমগ্রবিশ্বে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই।

Advertisement
Advertisement

এমত অবস্থায় ভারতের পরিস্থিতিও নিদেনপক্ষে সুবিধের নয়। এপর্যন্ত আক্রান্তের ২ হাজার ছাড়িয়েছে, প্রতিদিনই এই তিনশো জন নতুন করে আক্রান্ত হচ্ছেন এই রোগে যা সত্যিই আশঙ্কার বিষয়। ভারতে টানা ২১ দিনের সম্পূর্ন লকডাউন চালু থাকলেও মৃতের সংখ্যা ক্রমশই বাড়তির দিকে।

Advertisement

এই পরিস্থিতিতে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে দিল্লির নিজামুউদ্দিন কান্ড। সম্প্রতি তবলিঘি জামাত অনুষ্ঠানে দেশবিদেশ থেকে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে জমায়েত হন যে সংখ্যাটা প্রায় দু হাজার। ১ থেকে ১৫ই মার্চ অবধি ওই অনুষ্ঠান চলে। ভারতে এটিই বর্তমানে করোনার আতুঁড়ঘর। সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান সহ ছিলেন বহু দেশের প্রতিনিধি, চিন থেকেই উপস্থিত ছিলেন একশো জন। বিরাট জমায়েতে বহু মানুষ এখানেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন যে তালিকায় রয়েছেন বাংলারও কিছু মানুষ।

Advertisement
Advertisement

এই ঘটনাতেই ক্ষোভপ্রকাশ করলেন বসিরহাটের সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহান। তিনি বলেন, কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতার কারনে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ছে। ধর্ম বা জাতিভেদে রোগ হয় না। এখন রাজনীতি না করে সকলের উচিৎ সচেতন থাকা, সবার আগে মানুষের জীবন। বরাবরই ধর্ম নিয়ে স্বাধীনচেতা মনোভাব পোষন করেন নুসরত। বিবাহের পূর্বে তিনি মুসলিম ছিলেন বটে তবে নিজের সম্প্রদায়ের মানুষদের কড়া শাসনে একজন যোগ্য জনপ্রতিনিধির ভূমিকা পালন করেছেন। বহু স্থানে মাস্ক বিলি করে তিনি সকলকেই সতর্ক হবার জন্য অনুরোধ করেছেন।

Advertisement

Related Articles

Back to top button