Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিমানবন্দরে বাজল ‘টাপা টিনি’, বিমানসেবিকাদের সঙ্গে নাচলেন অভিনেত্রী মনামী, রইল ভিডিও

খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত 'বেলাশুরু'র। অনেকদিন আগে থেকেই ছবির প্রচার শুরু করে দিয়েছেন পরিচালক ও কলাকুশলীরা। একটু ভিন্নভাবেই প্রচার চালাচ্ছেন এই ছবির। দীর্ঘদিন…

Avatar

খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’র। অনেকদিন আগে থেকেই ছবির প্রচার শুরু করে দিয়েছেন পরিচালক ও কলাকুশলীরা। একটু ভিন্নভাবেই প্রচার চালাচ্ছেন এই ছবির। দীর্ঘদিন ধরে এই ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকরাও। সম্প্রতি মনামী ঘোষ কলকাতা বিমানবন্দরে বিমানসেবিকাদের সঙ্গে নিয়েই প্রচার করলেন এই ছবির। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছেন নেটিজেনদের মাঝে।

ইতিমধ্যেই ছবির একাধিক গান মুক্তি পেয়েছে। নন্দন চত্বরে বড় করে মিউজিক লঞ্চের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। মুক্তিপ্রাপ্ত গানগুলির মধ্যে ‘টাপা টিনি’ সবথেকে বেশি মন কেড়েছে দর্শকদের। নেটমাধ্যমে এই গান এখন ট্রেন্ডিং। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে হঠাৎই বেজে ওঠে ‘টাপা টিনি’র সুর। সেই গানের তালে নাচতে শুরু করেন একাধিক বিমানসেবিকারাও। পরে অবশ্য তাদের সঙ্গে যোগ দেন স্বয়ং মনামী ঘোষ। নাচের শেষে ঐ মুহূর্তে কলকাতা বিমানবন্দরে উপস্থিত সকল মানুষকে হলে গিয়ে ছবি দেখার অনুরোধ জানান অভিনেত্রী। এই পুরো ঘটনাটাই যে ছবির প্রচারের জন্য আয়োজন করা হয়েছিল, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি উইন্ডোজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই গোটা ভিডিওটি। এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই, তা দেখে ফেলেছেন অগুণতি মানুষজন। সকলেই ‘বেলাশুরু’ নিয়ে তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন কমেন্টবক্সেই। ‘বেলাশেষে’এর পাঁচবছর পর আসছে ‘বেলাশুরু’। এই ছবির কথা প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষায় দিনগোনা শুরু করে দিয়েছিলেন। অবশেষে আগামী ২০’শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি। তবে আক্ষেপের জায়গা একটাই, ছবির দুই মুখ্য চরিত্র সৌমিত্র চ্যাটার্জী ও স্বাতীলেখা সেনগুপ্ত পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাদের ছাড়াই তাদের অভিনীত ‘বেলাশুরু’ মুক্তি পেতে চলেছে।

About Author