দেশনিউজ

রামমন্দির নির্মাণের ট্রাস্টে সব ধর্মের প্রতিনিধিদের রাখার ভাবনা কেন্দ্রের

×
Advertisement

অরূপ মাহাত: ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় গিয়েছে রামমন্দিরের পক্ষেই। তবে সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করে শুরু করতে হবে মন্দির নির্মাণের কাজ। ফলে কেন্দ্রের তরফে তোড়জোড় শুরু হয়েছে ট্রাস্ট গঠন করতে। সূত্রের খবর, সুপ্রিমকোর্ট তিন মাস সময় দিলেও এক মাসের মধ্যে ট্রাস্ট গড়ে ফেলতে আগ্রহী কেন্দ্র। সেই ট্রাস্টের সদস্য হিসেবে কাদের রাখা হবে সেই নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজধানীতে।

Advertisements
Advertisement

বিশ্বস্ত সূত্রের খবর, বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিভিন্ন ধর্মের প্রতিনিধিদেরও ট্রাস্টের সদস্য হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তবে রামমন্দিরের পক্ষে মামলা চালিয়ে আসা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিনিধি সংখ্যায় বেশি থাকবে বলে জানা গেছে। এছাড়াও সদস্য হিসেবে রাখা মধ্যস্থতাকারী বিভিন্ন সংগঠনের সদস্যদের। অন্যদিকে, সব ধর্মের প্রতিনিধিকে ট্রাস্টে রেখে রামমন্দিরের দাবিকে ভারতীয়দের সার্বজনীন দাবি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টায় রয়েছে কেন্দ্র।

Advertisements

ট্রাস্ট গঠন করে মন্দিরের নকশা বানিয়ে তা পুরসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। পুরসভার অনুমোদন মিললেই শুরু করা হবে মন্দির নির্মাণের কাজ। তবে কতদিনের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে সে বিষয়ে কোন স্পষ্ট ধারণা দিতে পারেনি কেন্দ্র।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button