বলিউডবিনোদনভাইরাল & ভিডিও

Isha Gupta: অ্যাওয়ার্ড শোতে কালো ব্যাকলেস গাউনে ঝলমলে ইশা গুপ্তা, দর্শকদের মনে ঝড় তুললেন বলি সুন্দরী

অভিনেত্রীর এই পোশাকের ছবি বর্তমানে ইনস্টাগ্রাম ও অন্যান্য প্ল্যাটফর্মে ভাইরাল

Advertisement
Advertisement

বর্তমানে বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ইশা গুপ্তা। তার নিত্য নতুন ছবির মাধ্যমে বলিউড দর্শকদের মন মাতিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবিতে এমন কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যেগুলো খুব সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বর্তমানে অভিনেত্রীদের তালিকায় সেই কারণেই তিনি বেশ উপরের দিকে। বিভিন্ন মন্তব্যের কারণে বিতর্ক সৃষ্টি হলেও, ইশা গুপ্তার একটা জনপ্রিয়তা রয়েছে এবং সেটা মোটামুটি স্পষ্ট।

Advertisement
Advertisement

বিকিনি লুকে ঝড় তুলেছেন পুরুষমনে

কিছুদিন আগে, এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল একটি কালো রঙের বিকিনি পরে দুবাইয়ের বীচে সাঁতার কাটতে। সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে ভাইরাল হয়ে যায় এবং শিরোনামে চলে আসেন অভিনেত্রী ইশা গুপ্তা। অভিনয়ের তুলনায় বলতে গেলে বিকিনি পড়ে ছবি শেয়ার করার জন্যই সব সময় চর্চায় থেকে থাকেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে সময় পেলেই এই ধরনের ফটোশুট করতে চান তিনি। ছিপছিপে শরীরে ইসার নজর কাড়া ফিগারে ফিদা আট থেকে আশি সকলেই। বলি পাড়ার অন্যতম বোল্ড অভিনেত্রীর এই সমস্ত ছবি দেখে রীতিমতো আপ্লুত দর্শক।

Advertisement

অনুষ্ঠানের সেটেও ঝলমলে ইশা

গতকাল অভিনেত্রী একটি অনুষ্ঠানের সেটে উপস্থিত হয়ে তার ঝলমলে উপস্থিতিতে সকলকে চমকে দেন। এই অনুষ্ঠানে তিনি সেজেছিলেন একটি কালো রঙের ব্যাকলেস গাউন পরে। তার এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে। বিভিন্ন পাপরাজিদের পেজ থেকে এখন তার এই বোল্ড লুক ভাইরাল হতে শুরু করেছে। দর্শকরাও তার এই লুক দেখে বেশ আপ্লুত। অনেকেই হার্ট ও ফায়ার ইমোজি শেয়ার করেছেন কমেন্ট বক্সে। তার ড্রেসের উপরের দিকে একটি রিবন রয়েছে। সেই রিবন দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে দর্শকদের। Voompla এর অফিসিয়াল পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে এবং বর্তমানে ভিডিওটি বেশ ভাইরাল যাচ্ছে।

Advertisement
Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

Related Articles

Back to top button