বলিউডবিনোদন

Aabha Paul: OTT অভিনেত্রী আভা পলের সাহসিকতায় আকৃষ্ট পুরুষ ভক্তরা, ছবি দেখলে ঘামাতে শুরু করবেন

×
Advertisement

বর্তমানে আজকের প্রজন্ম বড়পর্দার থেকে বেশি পছন্দ করেন ওয়েব প্ল্যাটফর্মকে। বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ঐ দিকেই। ওয়েব প্ল্যাটফর্মে বড়পর্দার থেকে বাধা নিষেধ অনেকটাই কম। এক্ষেত্রে এমন অনেক দৃশ্যই দেখানো সম্ভব হয়, যা হয়তো বড়পর্দায় সবসময় দেখাতে পারেন না পরিচালকরা। সেই সূত্র ধরে খুব স্বাভাবিকভাবেই ওয়েব প্লাটফর্ম ও তার সমস্ত অনুষ্ঠান ও সিরিজ দিনে দিনে পছন্দের হয়ে উঠছে দর্শকদের। এমনকি সেইসমস্ত অনুষ্ঠানের তারকারাও বেশ ভালই পরিচিতি অর্জন করে নিচ্ছেন দর্শকদের মাঝে। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

Advertisements
Advertisement

Advertisements

ওয়েব প্লাটফর্মে প্রায়ই একাধিক ওয়েব সিরিজের একাধিক দৃশ্যে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনের থেকে একটু বেশি বোল্ড দৃশ্য দেখানো হয়ে থাকে। সেই সমস্ত দৃশ্য রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেন দর্শকমহলের একাংশ। সেইসমস্ত সিরিজের একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করে এমন অনেকেই রয়েছেন যারা দর্শকদের মাঝে সাহসী অভিনেত্রী হিসেবে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আর তাদের মধ্যে আভা পাল অন্যতম। সম্প্রতি নিজের বোল্ড অবতারের সূত্র ধরেই এই মুহূর্তে চর্চার আলোয় অভিনেত্রী।

Advertisements
Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় আভা পালের বেশ কয়েকটি সাহসী ফটোশুটের ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। আর সেইসমস্ত ছবিগুলি ভাইরাল হওয়ার পর থেকেই পুনরায় নেটজনতার একাংশের মাঝে চর্চিত হচ্ছেন এই অভিনেত্রী। ২০০৫’এ মডেলিং দিয়েই শুরু করেছিলেন তিনি। উত্তরপ্রদেশের বাসিন্দা এই অভিনেত্রী। ‘কামাসূত্রা থ্রি ডি’, ‘মাস্তারাম’এ কাজ করার সূত্র ধরেই সাধারণ বর্তমান প্রজন্মের দর্শকদের মাঝে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন আভা পাল।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় এই অভিনেত্রী। প্রায়ই নিজের একাধিক বোল্ড ও সাহসী ঝলক শেয়ার করে নেন তিনি নিজেই। বিভিন্ন সময়ে বিকিনি লুক বোল্ড ফটোশুটে দেখা মেলে তার। সেই ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। এই মুহূর্তে তেমনি কিছু ঝলক ভাইরাল নেটদুনিয়ায়। খুব স্বাভাবিকভাবেই যা তাপমাত্রা বাড়িয়েছে গোটা মিডিয়ামহলের।

Related Articles

Back to top button