নিউজপলিটিক্সরাজ্য

শুভেন্দুকে নোটিস অভিষেকের, ৩৬ ঘণ্টার মধ্যে চাইতে হবে নিঃশর্ত ক্ষমা, নয়তো নেওয়া হবে আইনি ব্যবস্থা

শুভেন্দুকে(Suvendu Adhikari) চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), ক্ষমা না চাইলে নেওয়া হবে আইনি ব্যবস্থা

Advertisement
Advertisement

খেজুরির সভায় সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে নিশানা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই বক্তব্যের জন্য এইদিন শিশির পুত্র শুভেন্দুকে(Suvendu Adhikari) আইনি নোটিস পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। নোটিস প্রাপ্তির ৩৬ ঘণ্টার মধ্যে শুভেন্দুর নিঃশর্ত ক্ষমা না চাইলে নেওয়া হবে আইনি পদক্ষেপ এমনটাই লেখা আছে সেই নোটিসে।

Advertisement
Advertisement

গেরুয়া শিবিরে যোগদানের পরের প্রথম সভা মেদিনীপুরের সভা থেকে ‘তোলাবাজ ভাইপো হঠাও’ এর ডাক শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর মুখে। তারপরে প্রতিটি সভা সমাবেশে নিয়মিত সে কথা শোনা গিয়েছে তাদের মুখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পালটা চ্যালেঞ্জ করেছিলেন,”সাহস থাকলে নাম নিয়ে দেখান।” মঙ্গলবার খেজুরিতে অবশেষে অভিষেকের নাম শোনা গিয়েছিল শুভেন্দুর মুখে। তার বক্তব্য,”বিজেপি আসলে একটা তোলাশ্রী পুরস্কার দেওয়া হবে। সেটা দেওয়া হবে ওর ভাইপো তোলাবাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোলাবাজ ভাইপো হঠাও। ভাইপো গরুচোরকে হঠাও। বালিচোর ভাইপো হঠাও এদের যদি না তাড়ান এরপর কিডনি ও পাচার করবে এরা।” এইদিন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিসে তার আইনজীবী বলেছেন,”আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা বানানো মন্তব্য করা হয়েছে।”

Advertisement

নোটিসে টানা হয়েছে সারদা এবং নারদার প্রসঙ্গ। বলা হয়েছে,”সারদা চিটফাণ্ড কাণ্ডে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলে একাধিক চিঠি দিয়েছেন সুদীপ্ত সেন। নারদাকাণ্ডে ক্যামেরার সামনে ধরা পড়েছেন আপনি। ভিডিয়োটি প্রকাশ করেছিল আপনার দলই। একাধিক মামলায় অভিযুক্ত হয়ে আপনি আমার মক্কেলের নামে অপবাদ দিচ্ছেন। অথচ তাঁর বিরুদ্ধে একটাও ফৌজদারি মামলা নেই। এই ধরনের অপমানজনক মন্তব্য করে জনসমাজে আপনি আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন। আসলে মিথ্যে বলে আপনার সত্যিগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই নোটিস পাওয়ার ৩৬ ঘণ্টার মাঝে নিঃশর্ত ক্ষমা না চাইলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button