Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুন্দরী স্ত্রীর যোগ্য নন অভিষেক, ট্রোলের যোগ্য জবাব দিলেন জুনিয়র বচ্চন

ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)-র সঙ্গে বিয়ে হওয়া ইস্তক অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-কে বিদ্রুপ শুনতে হয়েছে। এখনও তাঁকে ট্রোল করা বন্ধ হয়নি। কারণ ঐশ্বর্যর থেকে অভিষেকের রোজগার যথেষ্ট কম। স্ত্রী স্বামীর…

Avatar

ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)-র সঙ্গে বিয়ে হওয়া ইস্তক অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-কে বিদ্রুপ শুনতে হয়েছে। এখনও তাঁকে ট্রোল করা বন্ধ হয়নি। কারণ ঐশ্বর্যর থেকে অভিষেকের রোজগার যথেষ্ট কম। স্ত্রী স্বামীর থেকে উঁচুতে থাকবেন, এই ধারণা এখনও মেনে নিতে পারে না আমাদের সমাজ। তাই শুধুমাত্র অভিষেকই নন, একসময় চেতন ভগত (chetan Bhagat)-কেও এই কথা শুনতে হয়েছিল।সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ‘দি বিগ বুল’-এর ট্রেলার। অভিষেক ট্রেলারটি টুইটারে পোস্ট করেন। ট্রেলারের নিচে কমেন্ট সেকশনে স্পর্শ সাক্সেনা (sparsh saxena) নামে এক নেটিজেন অভিষেকের উদ্দেশ্যে তির্যক মন্তব্য করে বলেন অভিষেকের দ্বারা কিচ্ছু হবে না। তবু ঐশ্বর্যর মতো সুন্দরী মহিলা তাঁর স্ত্রী। এই কারণে অভিষেককে দেখে স্পর্শের হিংসা হয়। এরপর স্পর্শ তাঁর পোস্টে টিম নিকি (Niki), ইলিয়ানা (Ileana d’cruze), অজয় দেবগণ (Ajay Devgan), পরিচালক কুকি গুলাটি (kookie gulati), সোহম শাহ (Soham shah), ডিজনি হটস্টার ওটিটি (Disney Hotstar Ott)-কে ট‍্যাগ করেন।অপরদিকে অভিষেক তাঁর সেন্স অফ হিউমার এবং মজাদার কমেন্টের জন্য বিখ্যাত। এই ধরনের ট্রোলের মুখোমুখি হয়ে তিনি ধৈর্য না হারিয়ে খুব মজাদার ধরনের জিজ্ঞাসা করেছেন, কে কার যোগ্য নন! কারণ তিনি যতদূর জানেন, নিকি ও ইলিয়ানার বিয়ে হয়নি। বাকি থাকেন তিনি, অজয়, কুকি, সোহম। তবে ডিজনি হটস্টারের বিয়ে হয়েছে কিনা তা তাঁর জানা নেই। তাহলে সেটা জেনে এসে তবেই অভিষেক উত্তর দেবেন বলেছেন। অভিষেকের এই মন্তব্যে নেটদুনিয়ায় হাসির রোল ওঠে। নেটিজেনরাও অনেকেই অভিষেককে সমর্থন করেছেন।
About Author