কলকাতানিউজরাজ্য

ফের কৃষি বিল নিয়ে টুইটে মোদীকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Advertisement
Advertisement

কলকাতা : এবার কষিবিল নিয়ে মুখ খুললেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাশট্যাগ উই স্ট্যান্ড ফর ডেমোক্রেসি-র তরফে অভিষেক আজ টুইটে জানান, “নরেন্দ্র মোদীর আমল আমাদের দেশকে বরাবরই ভুল ভাবে বুঝছে এবং সেই রকম আচরণ করছে। এটা অত্যন্ত  আশ্চর্যের যে, তাঁর সরকার তাদের আমলে এ দেশে কতজন কৃষক আত্মহত্যা করেছেন তার কোনও নথি রাখতে সক্ষম হননি। এ দিকে তারাই আবার কৃষকদের মঙ্গল করতে উঠে-পড়ে লেগেছে! কৃষকদের স্বার্থে বিল আনছে। সংসদের সমস্ত রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এ সংক্রান্ত আইন বলবৎ করছে। আমরা চুপ করে থাকব না। আমরা এই লড়াই চালিয়ে যাব”।

Advertisement
Advertisement

এর আগেও একাধিক কারণে কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন কিন্তু এবার কৃষি বিলকে হাতিয়ার করে ফের কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল সাংসদদের একত্র করে এবার সেই যৌথ লড়াইকেই মাঠের লড়াইয়ে পরিণত করতে চাইছেন মমতা। কৃষি বিল নিয়ে মোদি সরকারের ভুল নীতিতে দেশে দুর্ভিক্ষ ও খাদ্য মহামারীর প্রকোপ বাড়ছে বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

দু দিন আগেই কৃষি বিল নিয়ে হাঙ্গামা করার শাস্তি হিসাবে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন সহ মোট আটজন বিরোধী সাংসদকে বরখাস্ত করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় বিরোধী সাংসদদের হাঙ্গামার জন্য রবিবারই বেঙ্কাইয়া নাইডু তাঁর বাসভবনে একটি বৈঠক ডাকেন। যেখানে উপস্থিত ছিলীন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

Advertisement
Advertisement

সোমবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “সব দলকে এক হয়ে লড়তে হবে। যেভাবে সংবিধান এর গণহত্যা হয়েছে তার তীব্র নিন্দা করছি। ব্ল্যাক সানডে ব্ল্যাক সানডেই থাকবে। এই সরকার মজুদদার ফড়েদের সরকারে পরিণত হয়েছে”। এই নিয়ে আজ বিকেল পাঁচটায় দিল্লিতে সংসদের বিরোধী দলের তরফে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে যাবেন।

 

Advertisement

Related Articles

Back to top button