দেশনিউজ

জঙ্গি হামলার মুখ থেকে শিশুকে বাঁচালেন এক জওয়ান, জানুন কীভাবে

বাচ্চাটি দাদুর মৃতদেহ রাস্তায় পরে থাকতে দেখে সে কিছুই বুঝতে পারেনি। সেই সময় সেনা-জঙ্গির লড়াই চলছিল।

×
Advertisement

জঙ্গিরা যে কতটা ভয়ঙ্কর ও নৃশংস হতে পারে তা জানে না ছোট্ট শিশুটি। তাই তো রাস্তায় গোলাগুলির মধ্যেই বিপদের তোয়াক্কা না করে ছুটে যায় তার দাদুর কাছে। আর তখনই দূতের মত সেই বাচ্চাটিকে মৃত্যুর কোল থেকে বাঁচাতে চলে আসেন এক ভারতীয় জওয়ান। নিজের জীবনের বাজি রেখে সেই জওয়ান বাচ্চাটির প্রাণ বাঁচাতে আসে। বাচ্চাটিকে বাঁচিয়ে সে কোলে তুলে নেয়।

Advertisements
Advertisement

জম্মু-কাশ্মীরের সোপোর এলাকায় সিআরপিএফ-র কনভয়ে হামলা চালায় জঙ্গিরা।  হামলাতে একজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। যিনি প্রাণ হারিয়েছেন তিনি ওই ছোট্ট বাচ্চাটির দাদু ছিলেন। বাচ্চাটি দাদুর মৃতদেহ রাস্তায় পরে থাকতে দেখে সে কিছুই বুঝতে পারেনি। সেই সময় সেনা-জঙ্গির লড়াই চলছিল। চারিদিকে চলছিল গোলাগুলি। আর সেই সময় বিপদের মাঝে পড়ে যায় শিশুটি। আর তখন তাকে বাঁচায় সেই জওয়ান।

Advertisements

ছোট শিশুটি তার দাদুর সাথে দুধ আনতে বেরিয়েছিল। আর তখনই হামলাতে প্রাণ যায় দাদুর। দাদুকে রাস্তায় ওইভাবে পড়ে থাকতে দেখে সে কাছে আসে। এই দৃশ্য রীতিমত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেনার এই কাজের জন্য তাকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশবাসী।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button