বলিউডবিনোদন

Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারে খুশির ঢেউ, আবার মা হবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, জেনে নিন পুরো সত্য

×
Advertisement

মিডিয়ার পাতায় কোনো না কোনো কারণে বচ্চন পরিবারকে নিয়ে চর্চা চলতেই থাকে। বচ্চন পরিবারের কেউই মিডিয়ার চর্চার বাইরে নয়। পাপারাজিৎদের তীক্ষ্ণ দৃষ্টি সবসময়ই টিকে থাকে বচ্চন পরিবারের প্রতিটি সদস্যের উপর। এই মুহূর্তে আবারো ঐশ্বর্য রাই বচ্চনের সূত্র ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে বচ্চন পরিবার। আপাতত, সোশ্যাল মিডিয়ার পাতায় ঐশ্বর্য রাই বচ্চনের ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়েই চর্চা চলছে। শোনা যাচ্ছে, আবারো মা হতে চলেছেন অভিনেত্রী।

Advertisements
Advertisement

সম্প্রতি নেটদুনিয়ায় ঐশ্বর্য রাই বচ্চনের ভাইরাল হওয়া ভিডিওতে তাকে দেখে নেটনাগরিকদের একাংশের মনে হয়েছে তিনি আবারো মা হতে চলেছেন। এদিন খোলা চুলে, বিনা মেকাপে লং সাদা কুর্তি ও কালো লেগিন্স পরেছিলেন তিনি। মুম্বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। আর তার এই ঝলক পাওয়া মাত্রই অনেকের মনে হয়েছে তিনি পোশাকের আড়ালে নিজের বেবি বাম্প লুকোচ্ছেন।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Advertisements
Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে দেখে অনেকের মত, তার চোখে মুখে স্পষ্ট মা হওয়ার জৌলুস। তবে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম কোনো মন্তব্য করতে শোনা যায়নি বচ্চন পরিবারের কাউকেই। আর এই কারণবশতই অনেকের মনে প্রশ্ন উঠেছিল তবে সত্যিই কি মা হতে চলেছেন অভিনেত্রী? আবারো কি বাবা হওয়ার সুখ পাচ্ছেন অভিষেক বচ্চন? তবে এখনো পর্যন্ত এর সদুত্তর মেলেনি এখনও। তবে এই ধারণা নিছকই জল্পনা হলে, অবাক হওয়ার কিছু নেই। কারণ এমন ধরনের গুজবের প্রায়ই দেখা মেলে নেটদুনিয়ায়। তবে খবরটা যদি সত্যি হয় তাহলে, খুশির বাঁধ ভাঙবে ভক্তদেরও।

Related Articles

Back to top button