আবিষ্কার হলো করোনা ভাইরাসের ওষুধ। থাইল্যান্ডের একদল গবেষক দাবি করলেন, তারা আবিষ্কার করে ফেলেছেন এই মারণ ভাইরাসের ওষুধ। করোনা ভাইরাসে গুরুতর ভাবে আক্রান্ত রোগীদের মধ্যে এই ওষুধের প্রয়োগে সাফল্য মিলেছে বলে দাবি করছেন থাইল্যান্ডের ওই চিকিৎসক বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে জানা গেছে ফ্লু এবং HIV এর ওষুধ মিশ্রিত করে করোনা ভাইরাসের এই ওষুধ আবিষ্কৃত হয়েছে।
ব্যাংককের রাজাভিথি হাসপাতালের চিকিৎসকরা আবিষ্কার করেছেন এই মারণ রোগের ওষুধ। চীন থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে যখন করোনা ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে তখন ব্যাংককের এই হাসপাতালের চিকিৎসকদের দাবি তাদের তৈরি এই ওষুধ প্রয়োগে ২৪ ঘন্টার মধ্যেই ইতিবাচক ফল পাওয়া গেছে। গুরুতর অসুস্থ রোগীরা তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছেন ওই চিকিৎসকরা।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বাড়ানো হল খরচ, বছরে ৬০০ কোটি টাকা
রাজাভিথি হাসপাতালের তরফে জানানো হয়েছে, HIV তে ব্যবহৃত লোপিনাভির এবং রিটোনাভির সাথে ফ্লু’র চিকিৎসায় ব্যবহৃত ওসেলটামিভিরের মিশ্রণ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেহে প্রয়োগ করা হচ্ছে। আর এর ফলেই রোগীর অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে। তবে চিকিৎসকদের মতে এর ফলে যে পুরোপুরিভাবে রোগ সেরে যাচ্ছে তেমনটা নয়, তবে পরিস্থিতি অনেকটাই উন্নত হচ্ছে।
যেটাও এই মুহূর্তে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে একটা বড় সাফল্য। চীনের উহান প্রদেশ থেকে শুরু করে এই ভাইরাস এখন সারা পৃথিবীর ১৩০ টি দেশে ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত সেই ভাইরাসের কবলে মৃত্যু হয়েছে ৩০৪ জনের। ভারতেও বেআহ কয়েকজনের দেহে মিলেছে এই ভাইরাস। গত শনিবার চীনের উহান প্রদেশে আটকে থাকা ভারতীয়দের বিশেষ বিমানে করে ফিরিয়ে আনা হয় ভারতে।