Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তামিলনাড়ুর পর হরিয়ানায় বোরওয়েলে পড়ে আবার মৃত্যু হল পাঁচ বছর বয়সী এক শিশুর

হরিয়ানা : গত ২৫ শে অক্টোবর একটি খবর গোটা তামিলনাড়ু রাজ্যে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি করেছিলো। তামিলনাড়ুর তিরুচিলাপল্লী জেলার নাড়ুকাত্তুপট্টিতে একটী পরিত্যক্ত গভীর বোরওয়েতে পড়ে যাওয়ায় একটি ২ বছর বয়সী ছেলে…

Avatar

হরিয়ানা : গত ২৫ শে অক্টোবর একটি খবর গোটা তামিলনাড়ু রাজ্যে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি করেছিলো। তামিলনাড়ুর তিরুচিলাপল্লী জেলার নাড়ুকাত্তুপট্টিতে একটী পরিত্যক্ত গভীর বোরওয়েতে পড়ে যাওয়ায় একটি ২ বছর বয়সী ছেলে প্রাণ যায়। এই ঘটনার প্রায় এক সপ্তাহ পরে আবার একই ধরণের ঘটনার সাক্ষী হল হরিয়ানা।

আজ, সোমবার হরিয়ানার কর্ণাল জেলার হরিসিংপুরা গ্রামে ৫০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু হল পাঁচ বছর বয়সী এক বাচ্চা মেয়ের । শিবানী নামের মেয়েটি রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। বহু খোঁজার পর রাত ৯ টা নাগাদ তার পরিবারের লোক জানতে পারেন যে সে বাড়ির কাছে একটি বোরওয়েলে পড়ে গেছে।ঘটনাটি দেখে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী(এনডিআরএফ) এর সাথে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একটি পাইপের মাধ্যমে মেয়েটিকে অক্সিজেন সরবরাহ করা হয়। আজ সকালে এনডিআরএফ এর দল শিবানীকে বোরওয়েল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শিবানীর মৃত্যু সম্পর্কে চিকিৎসক অশ্বিনী আহুজা বলেছেন, ” আমরা আমাদের দলটিকে বাচ্চা মেয়েটিকে উদ্ধারের জন্য বোরওয়েলের কাছে পাঠিয়েছিলাম এবং মেয়েটিকে বাঁচিয়ে রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। সকালে শিশুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা তাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু আমরা তাকে বাঁচাতে ব্যর্থ হয়েছি ।”

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর শিবানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আজ টুইটারে তিনি বলেন,” বোরওয়েতে পড়ে ৫ বছর বয়সী শিবানী মারা গেছে জেনে খুব কষ্ট হচ্ছে। যদিও তাকে জেলা দলগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল তবে দুর্ভাগ্যক্রমে শিবানী আর আমাদের সাথে নেই। এই সময়ে আমার প্রার্থনা তার পরিবারের সাথে থাকলো।”

About Author