Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাগরিকত্ব আইনের বিক্ষোভে ২১ টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, নিরাপত্তা বিস্মৃত যোগীরাজ্য

নাগরিকত্ব সংশোধনী আইন কে ঘিরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ১৯ থেকে ২১ শে ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ২১ জন নাগরিক প্রাণ হারান উত্তরপ্রদেশে। বিক্ষোভ-উত্তেজনা যাতে আবার শুরু না…

Avatar

নাগরিকত্ব সংশোধনী আইন কে ঘিরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ১৯ থেকে ২১ শে ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ২১ জন নাগরিক প্রাণ হারান উত্তরপ্রদেশে। বিক্ষোভ-উত্তেজনা যাতে আবার শুরু না হয় তার জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করেছেন। শুক্রবার উত্তর প্রদেশের ২১ টি জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।

বিজেনৌর, বুলন্দশহর, মুজফফুরনগর, মেরঠ, আগ্রা, ফিরোজাবাদ, সমভাল, আলিগড়, গাজিয়াবাদ, রামপুর, সীতাপুর, কানপুর প্রভৃতি স্থানে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে রাজধানী লখনউতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক আছে। কারণ সেখানে যথেষ্ট পরিমাণে রয়েছে পুলিশি নিরাপত্তা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘পেট্রোল ও ডিজেল প্ৰস্তুত রাখুন, নির্দেশ পেলেই সব জ্বালিয়ে দেবেন’ কংগ্রেস নেতার বক্তব্যে চাঞ্চল্য

উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে আকাশে ড্রোন ক্যামেরা উড়ছে। পুলিশ জানিয়েছে পরিস্থিতি কোথাও অস্বাভাবিক হলে বা বিক্ষোভের আঁচ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। গোরক্ষপুরের সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ করেছে পুলিশ। অবস্থা স্বাভাবিক করতে এবং বিশৃঙ্খল পরিস্থিতি যাতে নতুন করে সৃষ্টি না হয় তার জন্য উত্তর প্রদেশ সরকার কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে শহরজুড়ে।

About Author