নিউজরাজ্য

দক্ষিণবঙ্গে তৈরি হল নতুন ৭টি জেলা, বড় ঘোষণা মমতার

নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে হলো নতুন জেলা

Advertisement
Advertisement

আবারো নতুন জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানচিত্রে যুক্ত হল সাতটি নতুন জেলা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে নতুন জেলা তৈরি করার ঘোষণা করলে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এবারে রাজ্যের জেলার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০। এই নতুন জেলাগুলির মধ্যে রয়েছে সুন্দরবন, বসিরহাট, বিষ্ণুপুর, ইছামতি, রানাঘাট, বহরমপুর এবং কান্দি।

Advertisement
Advertisement

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হবে সুন্দরবন জেলা। ইতিমধ্যেই সুন্দরবন পুলিশ জেলা বিভাজন হয়েছে। এর জেলা সদর হতে চলেছে কাকদ্বীপ। উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে হতে চলেছে ইছামতি এবং বসিরহাট জেলা। বনগাঁ এবং বাগদা মিলিয়ে তৈরি হবে ইছামতি জেলা। এর সদর শহর হতে চলেছে বনগাঁ। অন্যদিকে নদীয়া জেলা ভেঙে হতে চলেছে রানাঘাট জেলা। মুর্শিদাবাদ জেলা ভেঙে হতে চলেছে কান্দি এবং বহরমপুর জেলা। বাঁকুড়া জেলা ভেঙে হতে চলেছে বিষ্ণুপুর জেলা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনিক কাজের সুবিধার জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

Advertisement

তবে বিরোধীরা দাবি করছেন, ক্ষমতায় আসার পর থেকে জেলা ভাগ এবং পুলিশ কমিশনারেট গঠন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে সাধারণ মানুষের বিন্দুমাত্র উপকার হয়নি। বিরোধীদের দাবি, নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে একের পর এক জেলা গঠন করছেন মমতা। তার সাথেই রাজ্যে পুলিশের শাসন কায়েম করতে সুবিধা হচ্ছে তার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button