অবশেষে বিদায় নিয়েছে বিষে ভরা ২০২০। খারাপ পরিস্থিতি কাটিয়ে ২০২১ প্রত্যেকটা মানুষকে বাঁচার জন্য নতুন পথ দেখাবে, এমনটাই আশাবাদী বিশ্ববাসী। বহু প্রতিক্ষার ২০২১ সাল। ২০২০-তে যেভাবে করোনা ভাইরাস (Coronavirus) গ্রাস করেছে গোটা বিশ্বকে, তার হাত থেকে এখনও মুক্তি মেলেনি। কিন্তু তাও নতুন বছরে সকলের আশা, সব বিপদ কেটে যাবে। আর এই নতুন বছরের প্রথম দিনে ভারত (India) গড়েছে এক অনন্য রেকর্ড। নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি (January) ভারতে ৬০ হাজার শিশু (Baby) জন্মেছে। যা বিশ্ব রেকর্ড।
ইউনিসেফের হিসেব বলছে গত বছরের তুলনায় ভারতে নতুন বছরের প্রথম দিনে শিশু জন্মানোর সংখ্যা ৭৩৯০ কম। তবে এ বছরের জন্মানোর নিরিখে ভারতের স্থান প্রথম। দ্বিতীয় স্থানে রয়েছে বহুচর্চিত দেশ চিন। নতুন বছরের প্রথম দিনে চিনে জন্মগ্রহণ করেছে ৩৬ হাজার ৬১৫ জন শিশু। এরপর রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, আমেরিকা, কম্বো এবং সবশেষে বাংলাদেশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইউনিসেফের কার্যনির্বাহী সম্পাদক এ বিষয়ে আগেই বলেছিলেন যে ২০২১ সালে বদলে যাওয়া পৃথিবীতে যেসব সদ্যজাত জন্মাবে, তাদের আনুমানিক আয়ু হবে ৮৪ বছর। তবে নতুন বছরের প্রথম দিনে যে সমস্ত সদ্যোজাত শিশুরা জন্মেছে, তাদের আয়ু প্রত্যেকের ৮৪ বছর হবে কিনা তা এখন থেকে জোর দিয়ে বলা অসম্ভব, তবে ২০২১-এর শুরুতেই ভারত যে অনন্য রেকর্ড গড়েছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।