Today Trending Newsদেশনিউজ

মাস্ক না পড়লেই বড় জরিমানা করবে ভারতীয় রেল, প্রকাশ হল একগুচ্ছ নয়া নিয়ম

মাস্ক ছাড়া ট্রেনে উঠলে বা স্টেশন চত্বরে ঘুরলে ৫০০ টাকা জরিমানা হবে

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকে। প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। করোনা পরিসংখ্যানের গগনচুম্বী গ্রাফ দেখে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী। এরই মাঝে চলতি সপ্তাহে গতকাল সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে দৈনিক সংক্রমনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। এবার করোনা সংক্রমণে বাঁধ দিতে তৎপর হয়েছে প্রশাসন। আসলে চলতি বছরের শুরুতে করণা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর থেকে মানুষ মাস্ক ব্যবহার বা সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করা প্রায় ভুলে যেতে বসেছিল। তবে গত বছরের তুলনায় চলতি বছরে আরো ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি।

Advertisement
Advertisement

করোনা সংক্রমনের উৎপাত দেখে ভারতীয় রেল নয়া সিদ্ধান্ত নিয়েছে। রেলের পক্ষে জানানো হয়েছে, এবার থেকে মাস্ক ছাড়া ট্রেনে উঠলে বা স্টেশন চত্বরে ঘুরলে ৫০০ টাকা জরিমানা হবে। এছাড়াও ট্রেনে বা স্টেশনে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে। থুতু ফেললে বড় জরিমানা হতে পারে বলে ঘোষণা করেছে রেল। আগামী ৬ মাস এই নিয়ম বলবৎ থাকবে। এছাড়া প্রত্যেকটি স্টেশনে এবার মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস এর দোকান দেওয়া হবে। এছাড়া ইতিমধ্যেই অতিমারি সংক্রান্ত বিধি মেনে ট্রেনে রান্না করা খাবার সরবরাহ বন্ধ করা হয়েছে।

Advertisement

অন্যদিকে রেল জানিয়েছে এই মুহূর্তে তারা দৈনিক ১৪০২ টি বিশেষ ট্রেন চালাচ্ছে। এছাড়াও আরো ২৮ টি বিশেষ ট্রেন চালানো হবে। মধ্য রেলের উপর চাপ কমানোর জন্য এপ্রিল-মে মাসে অতিরিক্ত ট্রেন চলবে। এছাড়া কিছুদিন আগে বলা হচ্ছিল যে এবার ট্রেনে উঠতে করোনা আরটিপিসিয়ার টেস্ট লাগবে। এই প্রসঙ্গে রেল বোর্ডের সভাপতি সুনিল শর্মা জানিয়েছেন, “ট্রেনের সফর করতে গেলে কোন কোভিড নেগেটিভ সার্টিফিকেট গ্রহণ করতে হবে না।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button