দেশনিউজ

কাল থেকেই শুরু টাকা পাঠানো, উপকৃত হবেন ২০ কোটি মহিলা

×
Advertisement

করোনা সংক্রমণ রুখতে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের সময় সাধারণ মানুষের কথা ভেবে এরপর একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। বিভিন্ন খাতে মোট ১.৭০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়। এরমধ্যে দেশের ২০ কোটি মহিলা যাদের জনধন অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট গুলিতে প্রতি মাসে ৫০০ টাকা করে তিনমাস টাকা দেওয়ার ঘোষণা করা হয়। প্রথম মাসের জন্য সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামীকাল অর্থাৎ ৩ এপ্রিল থেকে।

Advertisements
Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানাচ্ছে, এই টাকা ২০ কোটি মহিলার জনধন অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। এই মুহূর্তে জনধন অ্যাকাউন্টধারীদের ২০ শতাংশই মহিলা। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের শেষ ডিজিট অনুযায়ী কাল থেকে শুরু হবে টাকা পাঠানো।

Advertisements

দেখে নিন কোন কোন অ্যাকাউন্টে কোন তারিখে টাকা দেওয়া হবে-

Advertisements
Advertisement

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ০ বা ১ তাদের ৩ এপ্রিল টাকা পাঠানো হবে।

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ২ বা ৩ তাদের ৪ এপ্রিল টাকা পাঠানো হবে।

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ৪ বা ৫ তাদের ৭ এপ্রিল টাকা পাঠানো হবে।

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ৬ বা ৭ তাদের ৮ এপ্রিল টাকা পাঠানো হবে।

-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ৮ বা ৯ তাদের ৯ এপ্রিল টাকা পাঠানো হবে।

এপ্রিলের ৯ তারিখের পর ব্যাংক থেকে এই টাকা তোলা যাবে।

Related Articles

Back to top button