নিউজপলিটিক্সরাজ্য

আরও ৪১ জন তৃনমূল বিধায়ক আসতে চলেছেন বিজেপিতে, বক্তব্য বিজয়বর্গীয়ের

তৃণমূলের আরও ৪১ জন বিধায়ক আসতে চলেছেন বিজেপিতে, দাবি বিজয়বর্গীয়ের (Kailash Vijayvargiya) 

Advertisement
Advertisement

ইতিমধ্যে শাসক শিবির ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছেন রাজ্যের একাধিক বিধায়ক, সাংসদ এবং মন্ত্রী তথা হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। এর মাঝেই নতুন করে নিজের বাক্যের মাধ্যমে বোমা ফাটালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

Advertisement
Advertisement

বৃহস্পতিবার তথা গতকাল বিজয়বর্গীয় বলেন,”তালিকা তৈরি হয়ে গিয়েছে। তৃণমূলের ৪১ জন জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। সাথে যোগ দিতে চলেছেন আরও নেতা কর্মীরা।” এই দিন তিনি আরও দাবি করেন, সেই বিধায়করা প্রতি মুহূর্তে তাদের সাথে যোগাযোগ রেখেছেন। তবে কোন কোন বিধায়ক তার তথা গেরুয়া শিবিরের এই তালিকায় রয়েছেন তা স্পষ্ট করেননি কৈলাস বিজয়বর্গীয়।

Advertisement

তবে দলে নতুন সদস্য গ্রহণের আগে করা হবে ঝাড়াই বাছাই, এমনটাই জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। এইদিন এই বিষয়ে তিনি বলেন,”আমরা আগে দেখবো, যদি কারও ভাব মূর্তি ভালো নয় বলে মনে হয়, তবে দলে নেব না।” কটাক্ষের ভঙ্গিতে বিজয়বর্গীয় বলেন,” এত বিধায়ক দল বদল করলে সহজেই পড়ে যাবে তৃণমূল সরকার। এখন আমরা তা চাই না।”

Advertisement
Advertisement

প্রসঙ্গত, বুধবার বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন যে বিজেপি–র সঙ্গে যোগাযোগ রাখছেন হাওড়ার তৃণমূল সাংসদ ও প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সৌমিত্রর দাবি, তিনি নাকি বিজেপি–তে যোগ দেবেন। তাঁর কথায়, ‘‌তৃণমূল সৎ মানুষের জায়গা নয়। প্রসূনবাবু বিজেপি–তে আসছেনই।’‌ যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Related Articles

Back to top button