দেশনিউজ

প্রথম ধাপে চারটি ব্যাঙ্ক হবে বেসরকারিকরণ, ঘোষণা কেন্দ্রের

Advertisement
Advertisement

নয়াদিল্লি: তৈরি তালিকা, প্রথম ধাপে চারটি ব্যাঙ্ককে (Bank) বেসরকারিকরণের পথে কেন্দ্র (Central Govt)। বহুদিন ধরেই চলছে পরিকল্পনা। সেই পরিকল্পনা রুপায়নের কথাও যে সরকার ভাবছে সেকথা কিছুদিন আগেই অর্থ বাজেটে (Budget) নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন (Nirmala Sitharaman)। অর্থবর্ষের শুরুতেই যে কাজ শুরু হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

Advertisement
Advertisement

এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সরকার সুত্রে খবর  ইতিমধ্যেই চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেছে নেওয়া হয়েছে। বাছাই করা চারটি ব্যাঙ্ক হল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সূত্র জানিয়েছে, জল মাপতে ২০২১-‘‌২২ অর্থ বর্ষের শুরুতে দু’‌টি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে নজর ঘোরানো হবে বড় ব্যাঙ্কের দিকে। কিন্তু স্টেট ব্যাঙ্কের রাশ নিজেদের হাতেই রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।

Advertisement

অতিমারির জেরে রাজকোষে ভারী প্রভাব পড়েছে। প্রায় শূন্য ভাঁড়ার। এমন অবস্থায় আয় বাড়াতেই ব্যাঙ্ক সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের পথে হাঁটতে চাইছে মোদি সরকার। যার প্রতিবাদে ইতিমধ্যেই ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে ব্যাঙ্ক কর্মী অ্যাসোসিয়েশন। কর্মী ছাঁটাই ও বেসরকারিকরণের প্রতিবাদে এই ধর্মঘট। তবে মোদী সরকার যে বেসরকারিকরণের পথে যাবে তা বলাই বাহুল্য। সেই মত তালিকা তৈরি করে প্রথমে বেছে নেওয়া হয়েছে চারটি ব্যাঙ্ক।

Advertisement
Advertisement

তাই এই কাজে সাফল্য এলে পরবর্তীকালে ধাপে ধাপে আরও ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণ করা হবে বলে জানানো হয়েছে। এখন দেখার কর্মীদের ধর্মঘট এই বেসরকারিকরণে বাধা হয়ে দারাবে কিনা সেদিকেই তাকিয়ে সবাই। এই ব্যাঙ্ক বেসরকারিকরণ কি চাঙ্গা করবে ভারতের অর্থনীতি তা সময়ই বলবে।

Advertisement

Related Articles

Back to top button