Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, হলদিয়ার পর এবার হুগলিতে মোদীর জনসভা

Updated :  Saturday, February 13, 2021 7:00 PM

নয়াদিল্লি: ২২ এ প্রধানমন্ত্রীর হুগলীর (Hoogly) জনসভা থেকেই কি ভোটের ঘোষণা! হলদিয়ার (Haldia) পর এবার হুগলী (Hoogly)। ভোটের আগে প্রধানমন্ত্রীর (Prime Minister) পা বারবার পরছে বঙ্গে। সুত্রের খবর, আগামী ২২ তারিখ হুগলীর মাঠে জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভোটের আগে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী রাজ্যে জনসভা করতে আসবেন তা স্বাভাবিক। তবে জল্পনা ছড়িয়েছে অন্য জায়গায়। বিজেপি (BJP) সুত্রে খবর ওইদিন সভা ছাড়াও একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন তিনি।

আর নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটের দিন ঘোষণার পর কোন সরকারি প্রকল্পের সূচনা করা যাবে না। তাই সেদিনের আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে না তা মোটামুটি নিশ্চিত। ওইদিন প্রধানমন্ত্রীর একাধিক সরকারী প্রকল্প উদ্বোধনের কর্মসূচী। রয়েছে দক্ষিনেশ্বর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারনের উদ্বোধন।

এছাড়াও রয়েছে কেন্দ্রীয় জল শক্তি প্রকল্পের একটি অনুষ্ঠান। কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হলদিয়ায় এবারের প্রথম জনসভা করেন প্রধানমন্ত্রী। সেদিনও ছিল তাঁর একাধিক সরকারী কর্মসূচী। হলদিয়া এলপিজি ইমপোর্ট টার্মিনাল উদ্বোধন, ৩১ নং জাতীয় সড়কের উপর উড়ালপুল ও গ্যাস পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর সভার জন্য আজ সভাস্থল মাঠটি সরজমিনে দেখে গেলেন বিজেপির হুগলী নেতৃত্ব। এবং সেখান থেকেই আসন্ন ভোটে জেতার ব্যাপারে আশাবাদী বলে জানালেন।