ইভেন্টনিউজ

৭৩ তম স্বাধীনতা দিবস ও মূর্খবিলাস!

Advertisement
Advertisement

অরূপ মাহাত: সদ্য, আজকেই, হ্যাঁ আজই দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হল আমাদের ৭৩ তম স্বাধীনতা দিবস। আজ থেকে ৭৩ বছর পূর্বে আজকের দিনেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল আমার দেশমাতৃকা। বহু রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইংরেজ দানবদের হাত থেকে দেশকে উদ্ধার করেছিলেন ভারত মায়ের বীর সন্তানেরা। আজ আমাদের গর্বের দিন। ভারতমাতার বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর দিন।

Advertisement
Advertisement

সেই উদ্দেশ্যেই আমরা বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধা জানাই আমাদের দেশের বীর যোদ্ধাদের, যারা আমাদের জন্য রেখে গিয়েছিলেন এক সুন্দর ভারতবর্ষ। সুজলা সুফলা শষ্য শ্যামলা এই ভারতবর্ষে আমরা মুক্তির স্বাদ পেয়েছি যাদের জীবনপণ লড়াইয়ের ফলে তাদের সম্মান জানাই আজকের দিনে। হ্যাঁ, এই একদিনই আমাদের মনে পড়ে তাঁদের কথা। ভুল বললাম, একটা সারাদিন নয় শুধুমাত্র সকালের কয়েক ঘন্টা আমরা সম্মান জানাই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের। তারপরই ভুলে যাই দেশের প্রতি, ভারত মায়ের বীর সন্তানদের প্রতি আমাদের কর্তব্যের কথা।

Advertisement

স্বাধীনতার অর্থ আমরা শুধু নিজের অধিকার আদায়ের মধ্যেই সীমাবদ্ধ রাখার সংকীর্ণ মনোভাবের ভেতর বাঁচিয়ে রেখেছি। স্বাধীন ভারতে নিজের অধিকার আদায়ের জন্য অন্যের যা অসুবিধাই হোক না কেন, তাতে আমাদের কিছু যায় আসে না। স্বার্থপরতায় মগ্ন আমাদের অন্যের সমস্যা নিয়ে ভাবার মতো বিন্দুমাত্র সময় নেই আমাদের হাতে। নিজের আয়েশী জীবনে বাধা পেলে আমরা গর্জে উঠি। অধিকারের হিসেব পাই টু পাই মিটিয়ে নিতে জানি। তবে দায়িত্ব কর্তব্যকে এড়িয়ে যাই সুকৌশলে, বিভিন্ন বাহানায়।

Advertisement
Advertisement

তাই, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমেই আমাদের কর্তব্য সাঙ্গ করি আমরা। দিন গড়িয়ে সন্ধ্যে নামলে দেশাত্মবোধক গান আধুনিক হয়ে ডিজেতে গিয়ে থামে। উদ্দাম নৃত্যে মাতোয়ারা হয় দেশপ্রেমীর দল। ১৬ তারিখ রাস্তার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সব দেখেও নির্বিকারে পের হই পথ। পানের পিক ফেলে এঁকে যাই সুদৃশ্য মানচিত্র। লাইনের শেষে যোগ দিয়ে সবার আগে কাজ মেটাতে গুঁজে দিই কড়কড়ে নোট। জ্ঞান বা সততা নয়, টাকা দিয়ে বিচার করি মানুষের সম্মান। অন্যের কাজকে সম্মান জানানোর আগে খোঁজ নিয়ে দেখি, এতে ক টাকা মেলে? তেল মেরে আখের গোছাতে সবার আগে ছুটে যাই আমরাই। তারপর দেশের যাবতীয় অব্যবস্থার দায় রাষ্ট্র নেতাদের উপর চাপিয়ে দিয়ে অনায়াসে সুখ নিদ্রা দিই।

হ্যাঁ, ঠিক এভাবেই ভারতমাতার বীর সন্তানদের স্বপ্নকে এগিয়ে নিয়ে চলেছি আমরা

Advertisement

Related Articles

Back to top button