আন্তর্জাতিকনিউজ

হিন্দু ধর্মের মানুষদের নিয়ে যা বললেন মুসলিম ধর্ম গুরু জাকির নায়েক!

×
Advertisement

ভারতের বিতর্কিত ইসলামি চিন্তাবিদ ও বক্তা জাকির নায়েক। বর্তমানে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। আর সেখানেই বড়সড় বিপদের মুখে পড়েছেন তিনি। কেলানতানে এক ধর্মীয় আলোচনায় জাকির নায়েক বলেন ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছে। প্রসঙ্গত, মালয়েশিয়ার ৬০ শতাংশ মুসলিম বাদে বাকি ৪০ শতাংশ মানুষের অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত। তার এমন মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে। মালয়েশিয়ার তিন মন্ত্রী বলেন, মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে অমুসলিমদের দূরত্ব তৈরির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন জাকির নায়েক। তাকে এই দেশে আর থাকতে দেওয়া হবে না। তার জন্য দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে। অপর দিকে ফেডারেল সিআইডির পরিচালক হুজির মোহাম্মদ সেলানগর জানিয়েছেন, আমরা তদন্ত প্রক্রিয়া শুরু করেছি। ইতোমধ্যে জাকির নায়েকের বিরুদ্ধে ১১৫টি অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button