ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : গাজর একটি সুস্বাদু শীতকালীন সবজি। গাজর অত্যন্ত পুষ্টিকর এবং প্রায় সারা বছরই এখন এটি পাওয়া যায়। গাজরকে সুপার ফুড বলা হয় তার উপকারিতা এবং পুষ্টিগুণের কারণে। পুষ্টিগুণের সাথে সাথে এটি দেখতেও সুন্দর। গাজরের মধ্যে ভিটামিন এ,ডি ও বি রয়েছে। এছাড়াও ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও মিনারেলও রয়েছে। তবে দেরী না করে জেনে নেওয়া যাক গাজরের উপকারিতা সম্পর্কে–
১) লিভারের সমস্যা দূর করে– লিভারের সমস্যা দূর করার অস্ত্র হল গাজর।
২) ত্বকের যত্ন নেয়– গাজর থেকে অ্যান্টি-এজিং এর একটি ফেসপ্যাক তৈরি করা যায়। প্রথমে গাজরকে মিক্সিতে বেটে নিন। এবং তার থেকে রস বের করে নিন। এরপর দুই চামচ দই এর মধ্যে মিশিয়ে মুখে ভালো করে মাখুন। এটি আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে এবং বলিরেখাকেও দূর করবে।
৩) দৃষ্টিশক্তি বৃদ্ধিতে– অনেকেই গাজর খেতে পছন্দ করেন না। কিন্তু তারা জানেন না যে গাজর আমাদের দৃষ্টি শক্তিকে ভালো রাখে।
৪) ক্যান্সার রোধ করে– গাজর মহিলাদের ব্রেস্ট ক্যান্সারকে দূর করে। এছাড়াও হার্ট অ্যাটাক ও ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনাকেও কমিয়ে দেয়।
৫) চুল ভালো রাখে– গাজর চুলকে মজবুত রাখে। এবং চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয়।
৬) দাঁত ভালো রাখে– গাজর দাঁতকে মজবুত রাখতে সক্ষম।
৭) স্ট্রোকের ঝুঁকি কমায়– প্রতিদিনের খাদ্য তালিকায় গাজর রাখতে পারলে তা আপনার স্ট্রোকের সমস্যাকে অনেকটাই কমিয়ে দেবে।
৮) পেটের সমস্যা দূর করে– প্রতিদিন একটি গাজর পেটের সমস্যা দূরে রাখে।