টেক বার্তানিউজ

সিনেমা দেখতে ভালোবাসেন? এবার Facebook থেকে পেয়ে যাবেন সিনেমার টিকিট!

Advertisement
Advertisement

Facebook – এ আসতে চলেছে নতুন ফিচারস। এবার Facebook আপনাকে মনে করিয়ে দেবে সিনেমা রিলিজের ডেট। মিডিয়া রিপোর্ট অনুসারে ফেসবুক দুটি নতুন বিজ্ঞাপন ইউনিট চালু করতে চলেছে – Movie Reminder Ads আর Movie Show Time Ads।

Advertisement
Advertisement

Movie Reminder Ads গুলির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা কোন মুভি কবে থিয়েটারে প্রকাশ পাবে তার নোটিফিকেশন পেয়ে যাবে। সিনেমা রিলিজের নোটিফিকেশন পাওয়ার জন্যে ‘Interested’ বাটনে ক্লিক করে রাখতে হবে। রেমাইন্ডার নোটিফিকেশনে ক্লিক করে রাখলে ফেসবুক তাকে সিনেমার পেজে ডিরেক্ট করে দেবে । এখানে গ্রাহকরা সিনার ডিটেল, টাইমিং দেখতে পাবেন আর টিকিটও বুক করতে পারবেন।

Advertisement

দ্বিতীয় ফিচার Movie Show Time Ads এর মাধ্যমে জানা যাবে যে কোন মুভিগুলি রিলিজ হয়ে গিয়েছে বা থিয়েটার এ চলছে। এই ফিচারগুলির জন্য ইউজারদের আর নিজেদের পছন্দের সিনেমা মিস করতে হবে না। তবে আপাতত এই ফিচার দুটি শুধুমাত্র US আর UK-এর ইউজাররাই ব্যবহার করতে পারবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button