দিন দিন তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসস্তির কারণ হয়ে দাড়িয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ ওঠানামা করছে। তার ফলে রোজই বদল হচ্ছে ঘোরয়া বাজারে তেলের দাম। কিন্তু আজ দাম বৃদ্ধি হয়নি, আজ পেট্রোলের দাম গতকাল, পেট্রোলের দামের থেকে ৭ পয়সা কমেছে। ডিজেলের দামের একই আছে, ডিজেলের দাম কোনরূপ পরিবর্তন ঘটেনি।
দেখে নিন, আজকের (৪ ই আগস্ট) তেলের দাম:-
প্রতি লিটারে ৭ পয়সা করে পেট্রোলের দাম কমায় বর্তমানে কলকাতা, মুম্বাই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম যথাক্রমে ৭৬.০৮ টাকা, ৭৮.২৭ টাকা এবং ৭২.৬২ টাকা।