টেক বার্তা

যতখুশি এসি চালান, কিন্তু দিতে হবে না কোন বিল! জেনে নিন কিভাবে?

Advertisement

দিন দিন গরম যেন বেড়েই চলেছে। আর খুব স্বাভাবিক ভাবেই তার সাথে বেড়ে চলেছে বিদ্যুতের বিল। এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য এসি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। সারা দিন না হোক অন্তত রাতের ঘুমটা যেন শান্তিতে হয়। আর এই গরম থেকে একমাত্র মুক্তির উপায় হলো এই এসি। কিন্তু এসি চালালে তো হল না বিদ্যুতের বিল আসছে আকাশ ছোঁয়া। আমজনতার মাথায় পড়ছে হাত। আর ঠিক এই কারণের জন্যই অনেকেই এসি কিনতে ভয় পাচ্ছেন।

আচ্ছা যদি, আপনাদের এই চিন্তা থেকে 1 মিনিটে মুক্ত করে দি? কেমন হয় বলুনতো ব্যাপারটা? তবে দেরি কেন জেনে নিন এখন বাজারে চলে এসেছে সৌরশক্তিচালিত এসি। আজ্ঞে হ্যাঁ ঠিকই দেখছেন। এবার আপনি যতখুশি এসি চালান বিলের পরোয়া না করে। এই এসি আপনি যতক্ষন ইচ্ছে চালাতে পারেন। লাগবে না কোনো বিদ্যুৎ। বিদ্যুতের বিল থেকে চিরকালের জন্য মুক্তি পান। আর এই এসি বাজারে আনতে চলেছে ভিডিওকন এবং এলজি র মতন বড় বড় কোম্পানি। এবং এসির মেনটেনেন্স খরচা প্রচন্ড পরিমানে কম। এই এসির সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন সোলার প্যানেল এবং ডিসি থেকে এসি কানেক্টর।

এ কম্পানি না দাবি করছে যে কোন সিজনে চলবে এই এসি। বাড়ির ছাদে যেখানে বেশ ভালো পরিমাণে রোদ পাওয়া যায় সেখানে লাগান এই সোলার প্যানেল। ব্যাস তাহলেই আপনার কাজ খতম। সারারাত ব্যাটারির মাধ্যমে চলবে এই এসি। সারাদিন চার্জ হবে সোলার প্যানেল থেকে আর রাতে চলবে ব্যাটারি তে। 1 টন এসির জন্য লাগবে চারটি সোলার প্যানেল। ডিসি টু এসি কানেক্টর ইনস্টলেশন সবই দিচ্ছে এই কম্পানি। তবে নরমাল এসির থেকে এই এসির দাম কিন্তু বেশি তবে মনে রাখবেন ,আপনার খরচ কিন্তু এক বার হচ্ছে। বর্তমানে এই এসির দাম প্রায় এক লাখ টাকা।

Related Articles

Back to top button