খেলা

মোহনবাগান চুড়ান্ত করলো এই বিদেশিকে!

Advertisement

সুরজিৎ দাস : মোহনবাগানের পঞ্চম বিদেশি হতে চলেছেন ২৮ বছরের ত্রিনিদাদ টোবাগোর জাতীয় দলের সেন্ট্রাল ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস। প্রায় ৬.৩ ফুট উচ্চতা বিশিষ্ট এই সেন্ট্রাল ডিফেন্ডার খেলেছেন একাধিক ক্লাবে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লীগের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়ন্স লীগ (উত্তর আমেরিকা) খেলেছেন। ত্রিনিদাদ এর জাতীয় দলের হয়ে ৭৯ টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি দেশের জার্সি তে নিয়মিত খেলেন।

গত মরশুমে তিনি খেলেছেন সৌদি আরবের দ্বিতীয় ডিভিশন ক্লাব আল-আরোবা তে। এছাড়াও আমেরিকার স্পোর্টিং কানসাস সিটিতে খেলার অভিজ্ঞতা আছে তার। ২৮ বছর বয়সেই অর্ধেক বিশ্ব ঘুরে এবার মোহনবাগানে পা রাখতে চলেছেন তিনি। ডিফেন্সে ফ্রান মোরান্তের পাশে খেলতে দেখা যাবে তাকে। বড়ো চেহারার এই ডিফেন্ডার কে যদিও এখনই পাচ্ছে না সবুজ মেরুন শিবির সব ঠিকঠাক চললে চলতি মরশুমের আই লিগেই ফ্রান মোরান্তের সাথে জুটি বাধবেন তিনি যদিও কলকাতায় তিনি কতোটা সাফল্য পান তা সময়ই বলবে।

Related Articles

Back to top button