আমরা বাঙালি। আর আমাদের গর্ব, আমাদের সংস্কৃতিকে নিয়ে, আমাদের ভাষাকে নিয়ে। কিন্তু দিন দিন যেনো কোথায় মিলিয়ে যাচ্ছে এই বাংলা ভাষা। এই বাংলার মানুষ হিন্দি ও ইংরেজি ভাষার দিকে বেশি ঝুঁকছে। এখনকার দিনে এই রাজ্যের বেশিরভাগ বাবা-মা তার সন্তানদের ইংলিশ মিডিয়াম কিংবা হিন্দি মিডিয়ামে ভর্তি করছে, বাংলা মিডিয়ামে নয়। আসতে আসতে ওঠতে চলেছে এই বাংলা ভাষা।
কিন্তু এত সহজেই ছেড়ে দিলে হয়? না আমরা বাঙালি, আমরা ভাঙতেও পারি আবার গড়তেও পারি। আর ইতিমধ্যেই বাংলা ভাষাকে বাঁচাতে ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠন ময়দানে নেমে পড়েছে। এদিকে ওদিকে পোস্টার লাগাচ্ছে। সেই পোস্টারে লেখা আছে, “বাংলায় থাকার প্রথম শর্ত বাংলা শিখুন।” আরেকটি পোস্টারে লিখেছে, “বাংলাকে সম্মান করুন না হলে বাংলা ছাড়ুন।”
এছাড়াও আমাদের বাংলাভাষাকে এগিয়ে যেতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ও অবদান কম নয়। তিনি আবার বিশ্ববাংলা গড়েছেন, বাংলাকে বিশ্বের মধ্যে এক ও অনন্য করে তুলতে। এছাড়াও বাংলার সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরাও বাংলা ভাষাকে বাঁচাতে পথে নামছে।