ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে সিরিজ জিতেছে ইন্ডিয়া। গত ৮ তারিখ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ এর সাথে ওয়ানডে সিরিজ এর প্রথম দিন ছিল কিন্তু বৃষ্টির কারনে খেলা বন্ধ হওয়ায় কোনো ফল পাওয়া যায়নি। গত ১১ তারিখ বৃষ্টির জন্য খেলা হয়েছিল ৪২ ওভারের। ডিএলএস মেথডে ভারত জয়ী হয়েছিল। আজ ফের বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে। আজ যদি খেলা অসমাপ্ত থাকে তাহলে আজ ভারত ব্যাট না করেই ওয়ানডে সিরিজ হতে পেয়ে যাবে। কিন্তু খেলা যদি চালু হয় তাহলে ভারতের পক্ষে জয়ের রাস্তা একটু কঠিন হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ চাইবে যাতে খেলাটা তাড়াতাড়ি শুরু হয়। এবার শুধু সময়ের অপেক্ষা।