নিউজ

তাহলে কি শেষমেশ যুদ্ধ শুরু করে দিল পাকিস্থান? এখুনি জেনে নিন

Advertisement

কাশ্মীর পরিস্থিতি থেকে বিশ্বের নজর ঘোরানোর জন্য ভারত যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এই অভিযোগ করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে এখানে ভারত নয় যুদ্ধের পরিস্থিতি তৈরি করল পাকিস্তান নিজেই। নিজেদের সিনার পাশাপাশি বাড়ি যুদ্ধবিমান অস্ত্রশস্ত্র ও সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করছে পাকিস্তান।
সীমান্তের ওপারে লাদাখের লাগোয়া স্কার্দু বায়ু সেনা ঘাঁটিতে চীনের তৈরি করা যে এফ সেভেন্টিন ফাইটার জেট পাঠিয়েছে । যুদ্ধের আশঙ্কা এই ভাবেই উস্কে দিচ্ছে পাকিস্তান।

গত শনিবার থেকেই পাক বায়ুসেনার C-130 পণ্যবাহী বিমান ওঠা নামা করছে। মনে করা হচ্ছে যুদ্ধের রসদ মজুত করছে পাক সেনা। গোয়েন্দা সূত্রে খবর বড় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে পাক বায়ুসেনা।

তবে গোয়েন্দারা আশ্বস্ত করেছেন চিন্তার কোন কারণ নেই। পাকিস্তানের সমস্ত গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। কোন কিছুই বরদাস্ত করা হবে না সাফ জানিয়ে দিয়েছেন তারা।
তবে বিশেষজ্ঞরা বলছেন বড়োসড়ো যুদ্ধ না হলেও ছোটখাটো সংঘাতের আশঙ্কা কোনভাবেই উড়িয়ে দেওয়া যায় না।

Related Articles

Back to top button