জীবনযাপন

ছেলেদের দেখা মাত্রই মেয়ারা ওড়না ঠিক করে কেন?

Advertisement

সোমনাথ বিশ্বাস: রাস্তাঘাটে চলাফেরার সময় এটা আমরা সকলেই খেয়াল করেছি যে, ছেলেদের দেখলেই মেয়েরা তাদের পরনের ওড়নাটা ঠিক করে। কিন্তু এমনটা কেনো করে তারা? কোনো ভিড় বা কোথাও আমাদের চোখে প্রায়শই পড়ে মেয়েদের ওড়না ঠিক করার দৃশ্য। এর কিছু কারণ অনুমান করা যায়, জেনে নেওয়া যাক সেগুলো!

১. মাথায় ওড়না টানাঃ অনেক সময় দেখা যায় সামনে কোনো বয়স্ক কেউ এসে গেলে মেয়েরা মাথায় ওড়না টানে। এর পিছনে কারণ হলো, তাদের বাড়ির থেকে শেখা মূল্যবোধ, বড়দের সম্মান করার মূল্যবোধ থেকেই তারা এই কাজটি করে। এটা তাদের ভদ্রতার পরিচয়।

২. বুকের ওড়না ঠিক করাঃ মেয়েদের শরীরের খুব সহজ দৃশ্যমান অংশ হলো তাদের বুক। তাই বেশির ভাগ সময়ই রাস্তাঘাটে সামনে থেকে কোন ছেলেকে আসতে দেখলে মেয়েরা তাদের বুকের ওড়না ঠিক করে। লোকের কুদৃষ্টি থেকে বাঁচতে ওড়না ঠিক করাটা স্বাভাবিকই।

৩. অস্বস্তিতে থাকলেঃ এছাড়াও অস্বস্তিতে থাকলে অনেক সময় মেয়েরা নিজেদের ওড়না ঠিক করে, ওড়না নিয়ে খেলা করে। আবার মেয়েরা যে সব ছেলেদের দেখেই এমন করে সেটা কিন্তু না! বেশিরভাগ সময়ই হ্যান্ডসাম ছেলেদের দেখেও এটা করে তারা। হয়তো তাদের সামনে মেয়েরা কিছুটা অস্বস্তিতে পড়ে। তাই অস্থিরতার বশবর্তী হয়ে ওড়না নিয়ে খেলা করে বা ঠিক করে।

Related Articles

Back to top button