সুরজিৎ দাস : আসন্ন ডেভিস কাপের এশিয়া-ওশিয়ানিয়া জোনের টাই ম্যাচে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর নামতে হবে ভারত কে। ইসলামাবাদে এই ম্যাচ হবে এমন টাই স্থির ছিলো ফিক্সচারে। কিন্তু সদ্য দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ পালটে গেছে এবং ভারতীয় আইনসভায় কাশ্মীর সংক্রান্ত বিল পাশ হয়ে যাওয়ায় চাপা ক্ষোভ জমে পাকিস্তানের গলায় যার দরুন পরিবহণ, বাণিজ্য ও দূত আদানপ্রদান এর বিষয়ে ভারতের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার নীতি নেন পাকিস্তান প্রশাসন। এরূপ পরিস্থিতে পাকিস্তানে ডেভিস কাপের ম্যাচে ভারতের খেলা কি ঠিক এবিষয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করে ডেভিস কাপের আয়োজক এশিয়ার টেনিস সংস্থা কে চিঠি দেয় ভারত। ভারতের থেকে আবেদন করা হয় যাতে নিরপেক্ষ ভ্যেনু তে এই ম্যাচ সরানো হয়।
কিন্তু এর পরেই বেকে বসে পাকিস্তান তারা স্পষ্ট জানিয়ে দেয় নিরপেক্ষ ভ্যেনু তে খেলতে তারা রাজি নন এবং আরোও বলেন রাজনৈতিক ক্ষেত্রের ছাপ খেলার মাঠে পড়বে না এবং ভারতীয় টেনিস দল কে উচ্চ মানের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে পাকিস্তান এটিও বলা হয়েছে তাদের তরফ থেকে। যার ফলে এশিয়ান সংস্থা থেকে জানানো হয় ম্যাচ ইসলামাবাদ থেকে সড়ানো যাবে না ফলে তীব্র অনেচ্ছা থাকলেও ভারত কে পাকিস্তানেই খেলতে হবে। যদিও এই বিষয়ে মুখ খোলেন কি ভারতীয় টেনিস সংস্থার কেউই। তাই বর্তমান পরিস্থিতি কে সামনে রেখে ইসলামবাদে ভারতে পদার্পণ নিয়ে চিন্তায় দেশের টেনিস মহল।