দেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। দেহে জল, কেমিক্যাল ও ধাতুর সমতা ঠিক রাখে এই অঙ্গ। বর্তমানে কিডনির সবচেয়ে বড় সমস্যা পাথর। অনেকের কিডনিতেই পাথর ধরা পড়ছে। কিডনির এই পাথর অপসারণের জন্য বেশ কার্যকর হচ্ছে পাতিলেবুর রসের এক গ্লাস জল।
জানেন কি, খালি পেটে প্রতিদিন সকালে এক গ্লাস জলেতে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে পান করলে মুক্তি পেতে পারেন হাজারো সমস্যা থেকে। বিশেষ করে কিডনির পাথর থেকে। বিশেষজ্ঞরা বলছেন, পাতিলেবুর রসে থাকে সাইট্রিক এসিড। এটা পাথরগুলোকে তৈরি হতে দেয় না। এমন সমস্ত টিপস পেতে আমাদের কে ফলো করুন।