ভারত বার্তা ডেস্ক : ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার প্রশংসায় বন্যা বয়ছে ট্যুইটারে। কিন্তু কি এমন করলেন তিনি? গতকাল, শনিবার ওরলিতে NSCI ডোমে মুম্বই লেগ প্রো কবাডি সিজন সেভেনের উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন বিরাট কোহলি। তার হাতেই সম্পন্ন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করার আগে নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইলেন তিনি, যা দেখে ট্যুইটারে প্রশংসার ঝড় তুলেছে তার ফ্যানেরা।
ভারতীয় দলের কোচের জন্য আবেদন করলো এই মহাতারকা!