জ্যোতিষ

আজ বুধবার এই সময়গুলিতে আপনার বিপদ ঘটতে পারে! তাই আগে থেকেই সাবধান থাকুন

Advertisement

আজ 7-ই অগাস্ট বুধবার, জ্যোতিষ শাস্ত্রের মতে আজ দিন ও রাতের যে সময়গুলি খুবই খারাপ,অসতর্ক হলে বিপদ হতে পারে৷ বিস্তারিত জেনে নিন–

জ্যোতিষ শাস্ত্রের মতে বারবেলা বা কালবেলা এবং কালরাত্রির সময় অশুভ সময়৷ এই সময় কোনো শুভ কর্ম করলে ভালো ফল পাওয়া যায়না, জোতিষ শাস্ত্রের মতে এই সময় যাত্রা করলে ভয়ঙ্কর বিপদ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে৷

আজ কালবেলার সময়:
সকাল 8টা28থেকে 10টা6 এবং 11টা43 থেকে 1টা21 পর্যন্ত৷

আজ কালরাত্রির সময়:
রাত্রি 2টো28 থেকে 3টে50 পর্যন্ত৷

শুভ কর্মের সময়:
4টে46 এর মধ্যে (বারবেলার সময় ও কালবেলার সময় বাদে অন্য সময়) ৷

Related Articles

Back to top button