নিউজরাজ্য

এখনো কাটেনি ঘূর্ণাবর্ত, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জেলায়

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

×
Advertisement

গভীর নিম্নচাপ কাটিয়ে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ। তবে এখনই যে বৃষ্টিপাত থেকে পুরোপুরি রেহাই মিলছে সেরকম কিছু নয়। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ৪ কি ৫ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবেই এবং পাশাপাশি মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisements
Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস কিছু কিছু জায়গায় আবার অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু এখনো পর্যন্ত মেঘমুক্ত হয়নি। মাঝেমধ্যে দু-এক পশলা বৃষ্টি হচ্ছে। গতকাল রাত্রে উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বেশ কিছু জায়গায় দু-এক পশলা বেশ ভারী বৃষ্টি হয়েছিল। গত ২৪ ঘন্টায় ৩৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল পশ্চিমবঙ্গে। বর্তমানে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে ৩৩.১ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রী সেলসিয়াস।

Advertisements

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যদি আবহাওয়া পরিবর্তিত হয় তাহলে বৃষ্টিপাত যেমনভাবে কমবে ঠিক তেমনভাবে তাপমাত্রা বাড়বে গোটা পশ্চিমবঙ্গে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে একটি ঘূর্ণবাত অক্ষরেখা রয়েছে যা এখন কার্যকরী রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে। যদি এই ঘূর্ণবাত অক্ষরেখা উত্তর প্রদেশের দিকে অগ্রসর হতে শুরু করে তাহলে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements
Advertisement

উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলা যথা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই পাঁচটি জায়গায় সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বীরভূম এবং মুর্শিদাবাদের মধ্যে কিছু জেলায়। এছাড়া উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির ফলে রাস্তায় ধ্বস নামার সম্ভাবনা রয়েছে। তিস্তার মতো বেশ কিছু নদীর জল স্তর বাড়তে পারে, ফলে সমস্যার মধ্যে পড়তে পারেন উত্তরবঙ্গের মানুষের।

কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার আবার উপকূলের চারটি জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পাশাপাশি ঝারগ্রাম এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিপাতের কারণবশত মনে করা হচ্ছে, বর্তমানে আবার একটি মৌসুমী অক্ষরেখার সক্রিয় হতে শুরু করেছে। মালদহের উপর থেকে ত্রিপুরা পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত হয়েছে। বাংলাদেশ দিকে আবারো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা মোটামুটি এই মৌসুমী অক্ষরেখার দিকে এগোতে শুরু করেছে। যদি যথেষ্ট পরিমাণে জলীয়বাষ্প এই ঘূর্ণাবর্ত বহন করে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ।

Related Articles

Back to top button