জীবনযাপন

শুভ কাজে বেরোনোর পর এই জিনিসগুলো যাতে চোখে না পড়ে, নইলে বিপদ হতে পারে!

Advertisement
Advertisement

আমরা প্রতিনিয়তই কোনও না কোনও শুভ কাজে বেরোই। আর বেরিয়েই আমাদের চোখে কিছু না কিছু পড়েই। জ্যোতিষ শাস্ত্র ও বাস্তু শাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস রয়েছে যা যদি আপনি দেখেন তাহলে আপনার কাজ ভালোভাবে সম্পূর্ণ হবে। শাস্ত্র অনুসারে এই জিনিস গুলো আপনার চোখে পড়লে সেগুলো আপনার কাজের উপর প্রভাব ফেলবে। তাহলে জেনে নিন সেগুলি সম্পর্কে।

Advertisement
Advertisement

১। শুভ কাজে বের হয়ে যদি কোনও সুন্দরী বিবাহিত রমণীর মুখ দেখা যায় তাহলে সেটা খুবই শুভ বলে ধরা হয়। শুধু বিবাহিত নয় অবিবাহিত কোনও সুন্দরী রমণীর মুখ দেখাকেও শুভ বলে মনে করা হয়।

Advertisement

২। কোনও শুভ কাজে যাত্রা করার সময় যদি আপনার মা পিছন থেকে ডাকেন তাহলে সেটাকে খুব শুভ বলে মনে করা হয়।

Advertisement
Advertisement

৩। বাড়ি থেকে বেরিয়ে জলভরা কলসি দেখা খুবই শুভ বলে মনে করা হয়। কিন্তু খালি কলসি দেখাকে আবার অমঙ্গলকর মনে করা হয়।

৪। বাড়ি থেকে বের হওয়ার পর যদি রাস্তায় কোন কালো বিড়াল রাস্তা কাটে তাহলে সেটাকে অশুভ বলে মনে করা হয়। তাই কোনও কালো বিড়াল রাস্তা কাটলে সাবধানে চলাফেরা করুন রাস্তায়।

৫। সকাল সকালই বাড়িতে কোনও ভিখারি আসা মোটেই শুভ নয়, সেদিন আর্থিক ক্ষতির সম্ভবনা থাকে।

৬। রাস্তায় বের হয়ে যদি কোনও পশু পাখির সঙ্গম দৃশ্য দেখতে পাওয়া শুভ বলে মনে করা হয়। জোড়া শালিক দেখা খুবই ভালো বলে শাস্ত্রে বলা হয়।

৭। কোনও ভালো কাজে যাওয়ার সময় রাস্তায় যদি কোনও হিজড়ে দেখেন তাহলে সেটা খুবই মঙ্গলকর বলে শাস্ত্রে বর্ণিত আছে।

Advertisement

Related Articles

Back to top button