ইভেন্টকলকাতাদেশনিউজপলিটিক্সরাজ্য

মোদী-দিদির লড়াই এবার রাখিতেও

×
Advertisement

রাজীব ঘোষ : আগামীকাল বৃহস্পতিবার রাখীবন্ধন।সব রাজনৈতিক দলের কাছেই রাখীবন্ধন উৎসব যেন ঐক‍্য-বার্তার হাতিয়ার হয়ে উঠেছে।তৃণমূল কংগ্রেস ও বামপন্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলায় রাখীবন্ধন উৎসব পালন করবে তারা।তৃণমূল কংগ্রেস রাখীবন্ধনের দিন সম্প্রীতি দিবস হিসেবে পালন করে।এবার রাখীবন্ধন উৎসবে মমতার নতুন কর্মসূচি দিদিকে বলো যোগ হয়েছে।

Advertisements
Advertisement

দিদিকে বলো রাখির মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দিদিকে বলোর লোগো লাগানো হয়েছে।রাজ‍্যের বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত রাখির খোঁজ শুরু হয়েছে।রাজনীতির ময়দানে তৃণমূল, বিজেপি যুযুধান।তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।তবে রাখির দোকানে তাদের সহাবস্থান।বিভিন্ন দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং বিজেপির দলীয় প্রতীক দেওয়া রাখি রয়েছে।আবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেসের প্রতীক দেওয়া রাখি রয়েছে।

Advertisements

দুই ধরনের রাখিই সব জায়গায় বিক্রি হচ্ছে।দোকানে গেলে এর পাশাপাশি ছোটদের জনপ্রিয় কার্টুন চরিত্র ছোটা ভিম,মোটু-পাতলু রাখিও পাওয়া যাচ্ছে।ব‍্যবসায়ীদের কথায়, সব ধরনের রাখি বিক্রি হচ্ছে।রাখীবন্ধনের মাধ্যমে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও তাদের দলের নেতা-নেত্রীর মুখের ছবি দিয়ে তৈরী রাখি কিনে নিয়ে যাচ্ছেন জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে।দিদিকে বলো কর্মসূচির জনপ্রিয়তা বাড়াতে রাখীবন্ধনকেও আশ্রয় করেছে তৃণমূল।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button