খেলা

ভারতীয় দলের কোচের জন্য আবেদন করলো এই মহাতারকা!

Advertisement
Advertisement

ভারত বার্তা ডেস্ক : বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর ভারতীয় দল একেবারেই ভেঙ্গে পড়েছে। দলের ভিতর থেকেই বেরিয়ে আসছে একের পর এক ক্ষোভ। রোহিত বনাম বিরাটের দ্বন্দ্ব। এছাড়াও একাধিক রাজনীতি চলছে ভারতীয় টিমের ড্রেসিংরুমে। সবচেয়ে বড় প্রশ্ন হল কোচ রবি শাস্ত্রী কে নিয়ে। বিসিসিআই এবার তাকে বাদ দিতে চলেছে। ইতিমধ্যেই নতুন কোচ খুঁজতে শুরু করেছে বিসিসিআই। বিরাটদের নতুন কোচ কে হবে তা ঠিক করবেন কপিল দেবের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি। তারাই বেছে নেবে কোচ ও সাপোর্ট স্টাফ। সূত্রের খবর কোচের দৌড়ে এগিয়ে আছেন, সানরাইজার্স হায়দ্রাবাদের টম মুডি, বিশ্বকাপ জয়ী দলের কোচ ট্রেভর বেলিস, বর্তমানে পাকিস্থানের কোচ মিকি আর্থার, এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। তবে ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ গ্যারি কারস্টেনের কথাও ভাবা হচ্ছে। কোচ হিসাবে আবেদন করার শেষ তারিখ ৩০ জুলাই ৷

Advertisement
Advertisement

এবার বিরাটদের হেড কোচ হতে চেয়ে আবেদন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং-এর। রবিন সিং বিগত ১৫ বছর ধরে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন৷ তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী কোচও ছিলেন। এছাড়া U–19 ও IND–A দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ রবিন সিং সেই সময়ে ভারতের ফিল্ডিং কোচ ছিলেন যখন ২০০৭-এ ভারত টি ২০ বিশ্বকাপ জিতেছিল ধোনির নেতৃত্বে। রবিন সিং দেশের হয়ে ১৩৬ টি ওয়ানডে ম্যাচে ৬৯ টি উইকেটের পাশাপাশি ২,৩৩৬ রান করেছিলেন। এবার শুধু দেখার কপিল দেবের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি রবিন সিং কে ভারতের হেড কোচ পদে নিযুক্ত করেন কিনা।

Advertisement

তাহলে কি ক্রিকেট থেকে অবসর নিচ্ছে ধোনির ৭ নম্বর জার্সি?

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button