ফের বিতর্কের কেন্দ্রবিন্দু ঋষভ পান্থ, কি এমন কাজ করলেন তিনি?

সুরজিৎ দাস : সোশ্যাল মিডিয়ায় আবার বিতর্ক ডানা বাধলো ঋষভ পান্থ এর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং কে কেন্দ্র করে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ব্যাট করতে নেমে পান্থ প্রথম বলেই ঠিক ঠাক না দেখে ব্যাট চালিয়ে দেন যার ফলে ব্যাট তার হাতেয় ঘুরে যায় এবং ব্যাটের তলায় লেগে বল আকাশে উঠে গেলে ক্যাচ নিতে ভুল করেননি ওয়েস্ট ইন্ডিজের কিমো পল। এর আগেও বিশ্বকাপ এর সেমি ফাইনালে নিউজিল্যান্ড এর বিরুদ্ধে এই ধরনের শট খেলে আউট হয়েছিলেন পান্থ এদিন আবার সেটার পুনরাবৃত্তি ঘটলো। ভুলের থেকে যে শিক্ষা নিতে হয় সেটা বোধহয় ভুলে গেছেন পান্থ এমন টা বলছেন অনেক ক্রিকেট অনুরাগী।
পান্থের এই দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এর পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝর তোলেন নেটিজেন রা। পান্থ কে নিয়ে ট্রলে নিউজফিড ভরে উঠে যার মধ্যে অনেক পান্থ অনুরাগী ও আছে। সবার একটাই দাবী ভুলের থেকে শিক্ষা কেন নেন না পান্থ আজ যদি একটু সময় দিতেন তাহলে দিব্বি বড়ো ইনিংস খেলতে পারতেন তিনি। পান্থ এর যোগ্যতা নিয়ে বিন্দুমাত্র দ্বিমত নেই কারোর তিনি এই মুহুর্তের দেশের সব থেকে আক্রমণাত্মক ব্যাটসম্যান কিন্তু তার খেলায় বুদ্ধিদীপ্ততা ও স্থিরতা না আসলে বার বার বিপদে পরতে হবে দেশ কে এটা বলাই যায়।