খেলানিউজ

নেট দুনিয়ায় ভাইরাল ভারতীয় উইসেন বোল্ট!

×
Advertisement

সুরজিৎ দাস: নাম রামেশ্বর গুর্জর মধ্যপ্রদেশ এর ১৯ বছর বয়সী এই যুবক রীতিমত সাড়া ফেলে দিয়েছেন নেট দুনিয়ায়। খালি পায়ে পীচের রাস্তার উপর ১০০ মিটার দৌড়ে কভার করলেন মাত্র ১১ সেকেন্ডে। এই ভিডিও ইন্টারনেটে আপলোড হতেই ক্রমেই তা ভাইরাল রূপ নেয়। গ্রামের এই স্বল্প শিক্ষিত ছেলের প্রতিভা দেখে অবাক স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি এই ভিডিওটি দেখার অনুরোধ করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু কে। ক্রীড়ামন্ত্রী নিজে এই ভিডিও টি দেখেন ও শিবরাজ সিং চৌহানকে জানান এই যুবককে তার কাছে পাঠাতে এবং রামেশ্বর নামের এই যুবকের পরবর্তীকালে উন্নত ট্রেনিং এর ব্যবস্থা তিনি করে দেবেন বলেও জানিয়েছেন। সঠিক ট্রেনিং ও উন্নত পরিকাঠামো ব্যবস্থায় নিজেকে ট্রেন করতে পারলে ভবিষ্যৎ এই যুবক যে ট্রাকে ঝড় তুলবে না সেটা কে বলতে পারে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button