দেশনিউজপলিটিক্স

দারুন খবর! মোদীর তত্ত্বাবোধনে সকল মানুষ ফ্রীতে পাবে এই পরিষেবা!

×
Advertisement

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে যোগদান দেওয়ার পর থেকেই একের পর এক জনকল্যাণ মূলক কাজ করেই চলেছে। তার মধ্যে একটি হলো ডিজিটাল ইন্ডিয়া। আর সেই স্বপ্নকে সফল করতে সুযোগ এনে দিচ্ছে গুগল ও সিসকো। এবার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট পরিষেবা। এর আগে গুগল সংস্থা রেলটেল, টেলিকম আর্ম অব ইন্ডিয়ান রেলওয়ে-এর সঙ্গে যৌথভাবে ভারতের প্রায় চারশোটি রেলওয়ে ষ্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই দিয়েছে। এবার সিসকো আর গুগল মিলিত হয়ে ভারতের মোট ৫০০ টি জায়গায় হাই কোয়ালিটির ওয়াই-ফাই বিনামূল্যে পরিষেবা দেবে। যার মধ্যে বেঙ্গালুরুর ২৫টি জায়গায় চালু হয়ে গিয়েছে। এই পরিষেবা পাওয়া যাবে পাবলিক প্লেসে যেমন বাস স্টপ, হাসপাতাল এবং সরকারি সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যে বাদ বাকি ৪৭৫ টি জাগায় এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button